চলচ্চিত্রকে শিল্পীর সন্তান বলে মনে করেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "একটা ছবি মানেই আর্টিস্টদের কাছে একটি সন্তান। খুব স্বাভাবিক ভাবেই আমার মনে হবে যাতে আমার ছবি সকলে এসে দেখুক। কিন্তু তার মানে এই নয়, আমি ছবির প্রচারে বেশি গুরুত্ব দেব। আমার কাছে ছবিতে কাজ করাটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই সবার আগে থাকা উচিত।"
কোয়েলের এই দৃষ্টিভঙ্গি বলিউড এবং বাংলার চলচ্চিত্র জগতের শিল্পীদের জন্য এক সতর্কতা এবং অনুপ্রেরণার মিশ্রণ। তিনি স্পষ্ট করেছেন, দর্শককে খুশি করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ছবির সঙ্গে যুক্ত শিল্পী হিসেবে নিজের কাজের প্রতি নিষ্ঠা, সৃজনশীলতা এবং যত্নই মূল কথা।
চলচ্চিত্রপ্রেমীরা জানিয়েছেন, কোয়েলের এই বক্তব্য নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে শক্তিশালী বার্তা। শুধুমাত্র প্রচার নয়, ভালো কাজ এবং চরিত্রের প্রতি সত্যনিষ্ঠা আরও গুরুত্বপূর্ণ। তার অভিনয়ের প্রতি দায়বদ্ধ মনোভাব এবং শিল্পের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি তাকে এক অনন্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শিল্পী হিসেবে কোয়েল মল্লিকের মনোভাব এই প্রমাণ করে যে, চলচ্চিত্র শুধুমাত্র ব্যবসা নয়, বরং শিল্প এবং সৃষ্টিশীলতার একটি সম্মানজনক মাধ্যম।
কেএন/এসএন