ক্যানসার আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার বিদায়ে শোকে মাতম সংগীতাঙ্গনে।
নন্দিত এই গিটারিস্টের মৃত্যুতে অনেকের পাশাপাশি শোক প্রকাশ কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ বাংলাদেশ একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। সেলিম হায়দার গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে আমার সঙ্গে বাজিয়েছেন। আমরা একসঙ্গে প্রায় পুরো পৃথিবী ভ্রমণ করেছি, অসংখ্য কনসার্ট করেছি—অগণিত স্মৃতি জড়িয়ে আছে আমাদের সংগীতে।
এরপর রুনা লায়লা আরো লিখেন, ‘তিনি আমার দলের অবিচ্ছেদ্য একজন সদস্য ছিলেন—প্রতিটি সুর, প্রতিটি গান তাঁর ছিল মুখস্থ, আর কাজে অপরিসীম নিবেদিতপ্রাণ ছিলেন। জানতাম, তিনি অসুস্থ। নিয়মিত খোঁজ নিতাম। মন থেকে আশা করতাম, প্রার্থনা করতাম—তিনি সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন।
কিন্তু তা আর হলো না… সেলিম হায়দারকে আমি খুব তাড়াতাড়ি হারালাম। তাঁর চলে যাওয়ায় আমি হতবাক, মর্মাহত। এই আকস্মিক বিদায়ের কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না।’
মাসখানেক আগে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন সেলিম হায়দার। এরপর নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর খানিক সুস্থ হয়ে বাসায় ফেরেন। গতকাল ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আজ শুক্রবার বাদ জুমা ঢাকার হাতিরপুল এলাকার পুকুরপাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।
সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট। বেজ ও রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও ছিলেন পারদর্শী। তিনি ফিডব্যাক প্রতিষ্ঠার বাইরেও দেশের বেশির ভাগ শিল্পীর সঙ্গেই গিটার বাজিয়েছেন। সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাকের ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’।
এসএন