সঙ্গী যদি শারীরিকভাবে প্রতারণা করে তাতে আপত্তি নেই কিন্তু সঙ্গী যদি তৃতীয় ব্যক্তিকে মন দেয়, তা হলেই সমস্যা—এমন মন্তব্য করে সম্প্রতি তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউডের দুই নামী অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল। এক শোতে তাদের এই বক্তব্য নিয়ে অন্তর্জালে বিতর্কের ঝড় বয়ে যায়।
নতুন প্রজন্মের কাছে কী দৃষ্টান্ত তৈরি করছেন তারকারা? এমন প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অবশেষে সেই বিতর্কের জবাব দিলেন দুই অভিনেত্রী।
কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠানে সেই দিন উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে একটি বিষয় উঠে আসে মানসিক না কি শারীরিক, কোন প্রতারণা খারাপ? এই প্রসঙ্গে কাজল ও টুইঙ্কেল দু’জনেই জানান, শারীরিক প্রতারণা কোনো ব্যাপার নয়। ‘রাত গায়ি, বাত গায়ি’। কিন্তু মন যেন অন্য কারো কাছে না যায়।
ওই বক্তব্যে সম্মতি জানিয়েছিলেন করণ। কিন্তু আপত্তি জানিয়েছিলেন জাহ্নবী।
তার মতে, যেকোনো প্রতারণাই খারাপ। এর জেরে কটাক্ষের শিকার হয়েছিলেন কাজল ও টুইঙ্কেল।
সম্প্রতি কাজল ও টুইঙ্কলের সেই শোয়ের নতুন পর্বে উপস্থিত ছিলেন ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ ও শেফালি বর্মা। আবার সেই বিশেষ রাউন্ড শুরু করার আগে কাজল ও টুইঙ্কেল জানান, এই রাউন্ডের জন্য অতীতে তারা সমস্যায় পড়েছিলেন। এই রাউন্ডে যা যা বলা হয়, তা মজার ছলেই বলা হয় বলে দাবি দুই অভিনেত্রীর।
এরপর টুইঙ্কেল বলেন, “অনুষ্ঠানে সতর্কীকরণ দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রথম পর্ব থেকেই দেওয়া উচিত ছিল। আমরা এই রাউন্ডে যা যা বলি, সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই।
দয়া করে আমাদের পরামর্শগুলো অনুসরণ করবেন না।”
সরাসরি সেই ‘প্রতারণা’ বিষয়ের কথা উল্লেখ না করলেও কাজল ও টুইঙ্কেলের ইঙ্গিত যে সেই ‘প্রতারণার’ দিকে, তা বুঝতে বাকি নেই কারও।
এমকে/এসএন