খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক বিএনপি প্রধানকে সেবা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সূত্র জানায়, স্বাস্থ্য পরিস্থিতির খুব বেশি উন্নতি না হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। হাসপাতালের চিকিৎসক সূত্র জানিয়েছে, নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকা খালেদা জিয়া ডাক শুনে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। আগের তিন দিনের চেয়ে এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তাঁর চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। চিকিৎসকদের কাছ থেকে আমি শুনেছি যে, উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এ রকমও আমরা খবর পাইনি।

তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, ‘আমরা মনে করি, দ্রুতই তিনি সেরে উঠবেন। তিনি আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন-এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন।

এদিকে খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। তিনি প্রতি মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন বলে জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে।’

এর আগে চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েএসেছিলেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করছেন তারেক রহমান জানিয়ে রিজভী বলেন, ‘লন্ডন ক্লিনিকের ডাক্তার যাঁরা রয়েছেন, ইংল্যান্ডের সেই হাসপাতালে ম্যাডাম চিকিৎসা নিয়েছেন, তাঁদের সঙ্গে তিনি (তারেক রহমান) যোগাযোগ করছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন।’

দোয়া-প্রার্থনা অব্যাহত : খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া-প্রার্থনা অব্যাহত রয়েছে। গতকাল বাদ জোহর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় মসজিদে ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নিজস্ব কার্যালয়ে দোয়ার আয়োজন করে। সেগুনবাগিচা বাইতুল আকসা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। বাদ জোহর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের উদ্যোগে মিটফোর্ড হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া গতকাল বিকেলে ঢাকার নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।

বাদ আসর ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বাদ মাগরিব রাজধানীর অফিসার্স ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ অনেকেই অংশ নেন। এ ছাড়া বিকেল ৫টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা সভা করে। প্রার্থনা সভায় গণতন্ত্রে উত্তরণের এই সন্ধিক্ষণে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করা হয়।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালিত Jan 18, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনকে শোকজ Jan 18, 2026
img
ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি Jan 18, 2026
img
গোলবন্যায় লাইপজিগ ভাসিয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো বায়ার্ন Jan 18, 2026
হাদির ঘটনায় বিচারের দাবিতে ফেনীতে সাইকেল র‍্যালী Jan 18, 2026
যে দুই উপজেলায় বিএনপির কমিটি বাতিল Jan 18, 2026
“তারেক রহমানকে বটগাছের ছায়া হয়ে পাশে চাই” Jan 18, 2026
জামায়াতের কাছ থেকে কী শিক্ষা নিচ্ছে এনসিপি? Jan 18, 2026
পিরোজপুরে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করলেন ৬ শতাধিক নেতাকর্মী Jan 18, 2026
img
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস Jan 18, 2026
img
মার্টিনেজের একমাত্র গোলে উদিনেসকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ইন্টার মিলান Jan 18, 2026
img
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে জামায়াত আমিরের সফরসূচি চূড়ান্ত Jan 18, 2026
img
বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় নিতে আবারও আইসিসিকে অনুরোধ বিসিবির Jan 18, 2026
মুসলিম ও ইহুদি একসঙ্গে রামায়ণে! Jan 18, 2026
ছবি ফ্লপ, তবু নায়কত্বে জিতলেন কার্তিক Jan 18, 2026
বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন বসন্ত Jan 18, 2026
এক গানেই ইতিহাস, তামান্নার নতুন রেকর্ড Jan 18, 2026
img
যুদ্ধ বাদ দিয়ে হঠাৎ ইরানের প্রশংসায় ট্রাম্প, নেপথ্যে তেহরানের সুস্পষ্ট হুমকি Jan 18, 2026
img
ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ১ জনের Jan 18, 2026
img
প্রকৃতিতে বড় পরিবর্তন, স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি Jan 18, 2026