আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনি বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো। উনার নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
আজ সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আরও বলেন, কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালো নির্ধারণের ক্ষমতা উনার (তারেক রহমান) রয়েছে। উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন বলে আমি বিশ্বাস করি।
বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতির পরও তারেক রহমান কেন দেশে ফিরছেন না, চারদিকে চলমান এমন নানা প্রশ্ন আর আলোচনার প্রেক্ষিতে আসিফ নজরুল আরও বলেন, আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর বলে মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক।
এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, তারেক রহমানের কোনো চিন্তা আছে কি-না, পূর্বধারণা করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।
তিনি আরও বলেন, আমাদের বুঝতে হবে, এটা মা-ছেলের সম্পর্ক। সবচেয়ে ভালো উনারাই বুঝেন কখন আসতে হবে। কখন কোন পদক্ষেপ নিতে হবে।
আইকে/এসএন