পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রবিবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোনদের তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তারারের দাবি, সরকারের সাম্প্রতিক অর্জন থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা হিসেবে ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া হয়েছে।
বারবার ভাই ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে বাধা পাওয়ার পর তার বোন নরিন নিয়াজ এবং আরেক বোন আলিমা খান পৃথকভাবে ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার প্রশ্ন তোলেন, ‘এই বোনরা কেন ভারতীয় চ্যানেল এবং আফগানিস্তানের চ্যানেলে গিয়ে তাদের ভাইয়ের জন্য কাঁদছেন? নরিন নিয়াজ ভারতীয় চ্যানেলে সাক্ষাৎকারে কি মোদির নিন্দা করেছেন? সেই নিষ্পাপ শিশুদের কথা যারা শহীদ হয়েছেন, তিনি কি তাদের কথা বলেছেন? ইরতেজা আব্বাস বা মুরিদকে ও বাহাউলপুরে শহীদ হওয়া নাগরিকদের কথা কি উল্লেখ করেছেন? শহীদ সেনা ও তরুণ অফিসারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কি?’
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বোনদের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন, ‘যারা ভারতীয় চ্যানেলে গিয়ে পাকিস্তানকে কলঙ্কিত করে, তাদের উচিত লজ্জা পাওয়া।’ তিনি আরো বলেন, ভারতীয় চ্যানেলগুলো তাদের এই প্ল্যাটফর্ম দিচ্ছে কারণ তারা জানে, ‘এই পরিবার এবং এই দলের মনোভাব পাকিস্তানের বিরুদ্ধে।’
তিনি নরিন নিয়াজের সমালোচনা করে বলেন, ‘ভারতীয় চ্যানেলে হিন্দুত্ববাদী মতবাদ বা ভারতের মুসলিমদের প্রতি সহিংসতা নিন্দা করেননি এবং ভারত-অধিকৃত কাশ্মীরের সমস্যা নিয়েও কিছু বলেননি।’
তিনি জোর দিয়ে বলেন, ‘লজ্জা হওয়া উচিত! আপনি ভারতীয় চ্যানেলে গিয়ে অধিকৃত কাশ্মীর, মার্কা-ই-হক, শহীদদের কথা বলেননি, অথচ আপনারা শুধু দুর্নীতির মামলায় জড়িত এক বন্দির পীড়িত হওয়ার কথা বলে কান্নাকাটি করলেন?’
তিনি জানান, এই পরিবার বিদেশি মিডিয়ায় ইমরানের স্বাস্থ্যে নিয়ে অযথা প্রচারণা করছে।
ইউটি/এসএন