ঝাড়গ্রামের দুই অভিনেত্রী শিরিন ও আরাত্রিকা ছোটবেলা থেকেই মঞ্চে একসাথে অভিনয় করেছেন। আরাত্রিকা জানান, “আমরা এক স্কুলে পড়তাম এবং একসাথে মঞ্চে অভিনয় করেছি। আমরা সবাই মিলে রূপসীদি বলেই একে অপরকে ডাকি। তবে আমি কখনও রূপসীদিদের দলের সঙ্গে কাজ করিনি, কারণ তখন কলকাতায় থিয়েটার করতে আসতাম। আমাদের বাড়িও কাছাকাছি, কিন্তু কাজের ব্যস্ততার কারণে মাঝে মাঝে দেখা হত কম। এখন আবার দেখা হবে, আগের মতো গল্প হবে এবং সেই সময়ের আনন্দময় মুহূর্তগুলো ফিরে আসবে।”