প্রভাস–সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’-কে ঘিরে উত্তাপ যেন প্রতিদিনই বাড়ছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এসেছে ছবির একটি বিশেষ গান। নির্মাতা সংযুক্ত সূত্র জানাচ্ছে, এই গানে হাজির হতে পারেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তার উপস্থিতি মানে শুধু রঙিন ঝলক নয়, পর্দাজুড়ে একটি শক্তিশালী পরিবেশনা, যা পুরো ছবিতেই আলাদা মাত্রা যোগ করতে পারে।
হুমার ব্যাপারে আলোচনা শুরু হতেই ছবির ভক্তদের কৌতূহল বেড়েছে আরও বেশি। কারণ এটি হতে পারে প্রভাস অভিনীত কোনো প্যান–ইন্ডিয়া ছবিতে তার প্রথম বিশেষ উপস্থিতি। ছবিটি অ্যাকশনধর্মী হলেও নির্মাতারা চাইছেন একটি গানকে ভিন্নভাবে ফুটিয়ে তুলতে, যেখানে হুমার স্বভাবসুলভ আত্মবিশ্বাস ও পর্দায় উপস্থিতির শক্তি গল্পকে নতুন মোড় দিতে পারে।
২০২৬ সালের অন্যতম বড় আয়োজন হিসেবে ‘স্পিরিট’কে ঘিরে প্রত্যাশা যেমন আকাশচুম্বী, তেমনি প্রতিটি নতুন সিদ্ধান্তই এখন আলোচনার কেন্দ্রে। হুমা যদি সত্যিই চুক্তিবদ্ধ হন, তবে গানটি শুধু জনপ্রিয়ই নয়, ছবির জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে পারে।
এতটুকু খবরেই গুঞ্জনের মাত্রা আরও তীব্র হয়েছে।
আইকে/এসএন