সুনামগঞ্জের ডলুরায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৭ হাজার ২৪২ ঘনফুট অবৈধ পাথর জব্দ করা হয়েছে মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় জানানো হয়, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩৫ হাজার ৩৯ ঘনফুট কুচি মিশ্রিত নুড়ি পাথর এবং ২১ হাজার ২০৩ ঘনফুট মিডিয়াম বোল্ডার, সর্বমোট ৫৬ হাজার ২৪২ ঘনফুট পাথর।
অভিযান পরিচালনার সময় কোনো অপরাধীকে পাওয়া যায়নি। জব্দকৃত পাথরগুলো দ্রুত নিলামে বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমআর