যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠক ছিল গতকাল মঙ্গলবার। বৈঠকে টেবিল ঘিরে বসেছিলেন মন্ত্রিসভার সদস্যরা। একজন একজন করে ট্রাম্পের প্রশংসা করছিলেন। শেষ বক্তা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্থানীয় সময় গতকাল দুপুরের পরপরই মন্ত্রিসভার ওই বৈঠক শুরু হয়। ট্রাম্প যথারীতি বৈঠকে 'স্লিপি জো' (ঘুমকাতুরে জো) বাইডেনের কথা উল্লেখ করেন। মাঝেমধ্যেই ট্রাম্প তাঁর দেওয়া বক্তব্যে পূর্বসুরি ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে এ নামেই ডেকে থাকেন।
এরপরই তিনি দাবি করেন, ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা। গত সপ্তাহে প্রকাশিত 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর একটি বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছিল যে ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট তাঁর দ্বিতীয় মেয়াদে ধীরগতির হয়ে পড়েছেন, ট্রাম্প সেই প্রতিবেদনটির তীব্র নিন্দা করেন।
কিন্তু এর পরের প্রায় দেড় ঘণ্টা ট্রাম্প সেই তীক্ষ্ণতা এবং প্রাণবন্ততা ধরে রাখতে পারেননি, যা তিনি সবেমাত্র দাবি করেছিলেন।
বাস্তবে, তাঁকে দুপুরের ঘুমের সঙ্গে এক দীর্ঘ এবং প্রায়শই পরাজিত যুদ্ধ করতে দেখা যায়। এমনকি, যখন তাঁর মন্ত্রিসভার সদস্যরা ট্রাম্পের সবচেয়ে প্রিয় কাজ তাঁর স্তুতি গাইছিলেন তখনও তাঁকে বারবার ঝিমিয়ে পড়তে দেখা যায়।
তথ্যসূত্র সিএনএন
ইএ/এসএন