জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) নিয়ে সংস্কার প্রস্তাব এসেছে। কমিশন সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তাবায়ন করতে যাচ্ছে। সে সময় কোর্ট পাড়ায় গুন্ডাতন্ত্র চলছে। কোর্টের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে (ইসি) বাধ্য করার ষড়যন্ত্র চলছে।’
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ছোট ছোট পার্টিগুলোকে পকেটস্থ করার, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বহুদলীয় গণতন্ত্রে এগিয়ে নিতে চাই।’
তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘আমরা একটি ফুলকে চাই না, শত শত ফুল নিয়ে আমরা বাস করতে চাই।’
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটের প্রশ্ন পড়াকালীন সময়টা বেশি যাচ্ছে। মক টেস্ট ও আমাদের অভিজ্ঞতায় যেটা এসেছে। যদি একটা লিডিং কোয়েস্চেনে যাওয়া যায়, জুলাই সনদ আপনি কী সমর্থন করেন কী না? তাহলেই হয়।’
খালেদা জিয়া অসুস্থ থাকায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সংকটে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংকটগুলো উত্তরণ করে তফশিল ঘোষণা করে সবাইকে ভোটিং প্রসেসে নিয়ে আসা হোক।
ইউটি