বিশ্ববাজারে সরবরাহ বাড়তে থাকায় আকরিক লোহার দামে আবারও কমেছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো দাম কমেছে প্রধান বাজারগুলোতে। চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারির সবচেয়ে সক্রিয় আয়রন অর চুক্তি ০.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৭৯৪.৫ ইউয়ান (১১২.৪২ ডলার)। সিঙ্গাপুর এক্সচেঞ্জে একই মাসের বেঞ্চমার্ক চুক্তি সকাল পর্যন্ত স্থিতিশীল ছিল।
এএনজেড বিশ্লেষকদের মতে, গিনির সিমানডু খনি থেকে প্রথম বাণিজ্যিক চালান এখন চীনের পথে। বিশ্বের অন্যতম বৃহৎ খনিতে পরিণত হতে যাওয়া সিমানডু বৈশ্বিক সরবরাহে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
ভারতেও আকরিক লোহার আমদানি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে আমদানি দ্বিগুণের বেশি বেড়ে ১ কোটি টন অতিক্রম করেছে। উচ্চমানের আকরিক লোহার ঘাটতি এবং বৈশ্বিক বাজারে দর কম থাকায় দেশটির স্টিল মিলগুলো বিদেশি সরবরাহের দিকে ঝুঁকছে।
জার্মানির বৃহত্তম স্টিল প্রস্তুতকারক থাইসেনক্রুপ স্টিল ইউরোপ কর্মীসংখ্যার ৪০ শতাংশ কমানো বা আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে উৎপাদনও কমিয়ে বার্ষিক চালান ১১.৫ মিলিয়ন টন থেকে কমিয়ে ৮.৭-৯ মিলিয়ন টনে নামানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
চীন আগামী বছরও প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরে রাখতে পারে বলে ইঙ্গিত মিলেছে। দীর্ঘমেয়াদি সম্পত্তি খাতের মন্দা, দুর্বল চাহিদা ও অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলাকে সামনে রেখে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই লক্ষ্য নির্ধারিত হতে পারে।
এদিকে দালিয়ান এক্সচেঞ্জে কোকিং কয়লা ও কোকের দাম যথাক্রমে ১.১১ শতাংশ ও ১.৬৯ শতাংশ বেড়েছে। শাংহাই ফিউচার এক্সচেঞ্জে হট-রোল্ড কয়েল, ওয়্যার রড ও রিবারের দাম কিছুটা বাড়লেও স্টেইনলেস স্টিলের দাম ০.৩২ শতাংশ কমেছে।
আরপি/টিকে