ভালোবাসা নিয়ে হৃদয়ছোঁয়া এক বার্তায় আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউডের কিং খান, শাহরুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভাবনামূলক মন্তব্যে তিনি লেখেন ভালোবাসার জন্য ঠিক সময় বা জায়গা লাগে না; সেটা যে কোনো মুহূর্তে, সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থাতেও এসে হৃদয় ছুঁয়ে যেতে পারে।
শাহরুখের এই মন্তব্য প্রকাশের পরপরই ভক্তদের মাঝে শুরু হয় উদ্বেল প্রতিক্রিয়া। কেউ বলছেন, তার নিজের জীবনের অভিজ্ঞতাই এমন কথায় ধরা পড়ে; কেউ মনে করছেন, এই বার্তা বর্তমান প্রজন্মের জন্য এক বাস্তব সতর্কতা ভালোবাসা পরিকল্পনা করে আসে না, তাই অনুভব ও গ্রহণ করার মতো মন প্রস্তুত থাকা জরুরি।
ভারতসহ বাংলাদেশেও শাহরুখের এই মন্তব্য দারুণভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় ভক্তরা বলছেন, পর্দার রোমান্সের ‘রাজা’ হয়েও বাস্তব জীবনের ভালোবাসাকে তিনি সবসময়ই সহজ, স্বচ্ছ এবং অপ্রত্যাশিত এক যাত্রা হিসেবে দেখেছেন।
বিনোদন বিশ্লেষকদের মতে, সম্পর্ক নিয়ে নেতিবাচকতা বা অস্থিরতার সময়ে শাহরুখ খানের এমন মানবিক বার্তা অনেক তরুণের মনোভাব পাল্টাতে ভূমিকা রাখছে। কারও মতে, ভালোবাসার আগমনী সুর কখন, কোথায় বাজবে এটা মানুষের হাতে নয়; আর এই চিরন্তন সত্যকেই নতুন ভাষায় প্রকাশ করলেন কিং খান।
শাহরুখের কথায় যেন আবারও মনে করিয়ে দেওয়া হলো জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলো ঠিক সময় দেখেই আসে না, বরং সময়কেই মূল্যবান করে তোলে।
এসএস/টিএ