পরিশ্রম ও প্রতিভা নিয়ে অনুপ্রেরণাদায়ী এক মন্তব্যে আবারও আলোচনায় বলিউড তারকা সানি দেওল। এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিভা কাজ না করলেও কঠোর পরিশ্রম করলে জিতে যেতে পারেন। কিন্তু প্রতিভা আছে, অথচ পরিশ্রম করছেন না এক্ষেত্রে জেতা সত্যি মুশকিল।”
সানি দেওলের এই বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষত তরুণ প্রজন্ম তার কথায় ভরসা ও উদ্দীপনা খুঁজে পাচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন সাফল্য কখনোই শুধু জন্মগত দক্ষতার ওপর দাঁড়ায় না; প্রতিদিনের অনুশীলন, আত্মনিবেদন ও ধারাবাহিক শ্রমই শেষ পর্যন্ত মানুষকে লক্ষ্যে পৌঁছে দেয়।
ভারত ছাড়াও বাংলাদেশে সানি দেওলের এই বক্তব্য বেশ সাড়া ফেলেছে। স্থানীয় চলচ্চিত্র অনুরাগী থেকে শুরু করে চাকরিজীবী ও শিক্ষার্থীরা মন্তব্য করছেন প্রতিভা থাকা সত্ত্বেও যদি পরিশ্রমে ঘাটতি থাকে, তবে প্রতিযোগিতার এই যুগে এগিয়ে থাকা সম্ভব নয়।
বিনোদন বিশ্লেষকদের মতে, দীর্ঘ অভিনয়জী বনে সানি দেওল নিজেও বহু চড়াই উতরাই পেরিয়েছেন। তাই তার মুখে এমন বার্তা বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হিসেবেই দেখা যাচ্ছে।
শেষ কথায়, সানি দেওল যেন আবারও মনে করিয়ে দিলেন সাফল্যের দরজা খুলে দেয় মেধা নয়, নিয়মিত কঠোর পরিশ্রম ও লড়াই করার মানসিকতা।
এসএস/টিএ