চরিত্রের প্রতি দায়িত্ববোধ ও অভিনয়ের প্রতি নিবেদন নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে আলোচনায় এলেন তরুণ অভিনেত্রী অহনা দত্ত। এক সাক্ষাৎকারে তিনি জানান চিত্রনাট্য অনুযায়ী যা প্রয়োজন, সেটাই তিনি করবেন; এখানে স্বামী বা পরিবারের মতামতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাঁর নিজের ভাবনা ও চরিত্রের চাহিদা।
অহনা বলেন, “গল্পের স্বার্থে যদি আমাকে গন্ধযুক্ত খাবার খেতে হয়, সেটাও খেতে রাজি। আমার অভিনয়কে সীমাবদ্ধ রাখার মতো কোনও বাধ্যবাধকতা নেই।” তাঁর এই মন্তব্য বিনোদনজগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শিল্পীদের মধ্যে পেশাদারিত্ব নিয়ে যখন নানা মতভেদ দেখা যায়, তখন অহনার এই স্পষ্ট অবস্থানকে অনেকেই সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যকে প্রশংসা করে লিখছেন অভিনয়ের প্রতি এমন দায়বদ্ধতাই একজন শিল্পীকে আলাদা জায়গায় পৌঁছে দেয়।
বিনোদন বিশ্লেষকদের মতে, বাংলা অভিনয়জগতে নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে যে পেশাদার সচেতনতা তৈরি হচ্ছে, অহনার মন্তব্য সেই মানসিকতারই প্রতিফলন। চরিত্রকে সত্যিকারের রূপ দিতে নিজের আরামের ক্ষেত্রের বাইরে যাওয়ার মনোভাব যে তাঁর রয়েছে সেটাই এই বক্তব্যে স্পষ্ট।
অহনা দত্তের এই খোলামেলা অবস্থান অনেক তরুণ শিল্পীর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠছে গল্পই শেষ কথা, আর চরিত্রের স্বার্থেই শিল্পীর সব সিদ্ধান্ত।
এসএস/টিএ