বেশ কয়েক দিন ধরেই ঢাকার অদূরে রাজশাহীতে অনেকটা গোপনে নতুন সিনেমার শুটিং করছেন আরিফিন শুভ। সিনেমাটি নিয়ে অফিশিয়ালি কোনো ঘোষণা না এলেও পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে ছবির টিম। অন্তর্জালে ছড়িয়ে পড়েছে ছবির বিভিন্ন শুটিং দৃশ্য।
এরমধ্যেই খবর, ‘মালিক’ নামের এই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন আরিফিন শুভ।
সেই দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়—হঠাৎ আগুন ধরে উঠে শুভর পায়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা যেন আরো উঁচু হয়ে ওঠে।
শুটিং ইউনিট সূত্রে জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান।
আগুন নিভে গেলেও শুভর পায়ে দগ্ধচিহ্ন পড়ে, ক্ষত তৈরি হয়।
এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক সেবা শেষে পরিচালক সাইফ চন্দন শুট বন্ধের সিদ্ধান্ত নিলেও, পিছু হটেননি নায়ক। পায়ে ক্ষত নিয়েই ফের দাঁড়ান ক্যামেরার সামনে। কাজ শেষ করেই থামতে চান শুভ।
জানা গেছে, এখন আপাতত আগের চেয়ে অনেকটাই ভালো আছেন আরিফিন শুভ। চলতি মাসের শেষ দিক পর্যন্ত টানা শুটিং করবেন, এরপর ঢাকায় ফিরবেন বলে খবর।
বলা দরকার, সিনেমাটি নির্মিত হচ্ছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে। এখানে আরিফিন শুভর বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম।
এসএন