সুপারস্টার আল্লু অর্জুন এবার জাপানের বড় পর্দায় দাপট দেখাতে চলেছেন। রেকর্ড ভাঙা মহাসিনেমা পুষ্পা: দ্য রুল-এর জাপানি ডাব করা ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। সিনেমাটি জাপানের প্রেক্ষাগৃহে ১৬ জানুয়ারি, ২০২৬-এ মুক্তি পাবে, বিতরণ করছে গিক পিকচারস ও শচিকু।
সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকার্সের ব্যানারে নির্মিত এই ছবির ভারতীয় বক্স অফিস আয় ইতিমধ্যেই ১৯০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাহুবলী এবং আরআরআর-কেও পেছনে ফেলে এটি ভারতের সর্বকালের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিসেবে স্থান করে নিয়েছে।
নতুন ট্রেলারে দেখা যায়, পুষ্পা ক্রমেই তার চোরাচালানের সাম্রাজ্যে আধিপত্য বিস্তারের পথে এগোচ্ছেন। ফাহাদ ফাসিল আবারও প্রাধান্যশীল শত্রু শেখাওয়াতের চরিত্রে ফিরে এসেছেন, এবং রশ্মিকা মন্দান্না প্রিয় চরিত্র শ্রীভল্লির ভূমিকায় অভিনয় করছেন। অ্যাকশন, উত্তেজনা এবং লাল স্যান্ডালউড-থিমের ভিজ্যুয়ালস আগের মতোই রয়ে গেছে, তবে এবার আন্তর্জাতিক দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত।
সিনেমার সাহসী ট্যাগলাইন “I Will Become the King of Smugglers!” দর্শকদের মনে প্রভুত্ব বিস্তার করবে। জাপানকে শুরু করে, পুষ্পা ২ আন্তর্জাতিক বাজারে নিজ শাসন বিস্তারের প্রস্তুতি নিচ্ছে।
কেএন/এসএন