দক্ষিণ ভারতের সিনেমা জগতে বর্তমানে মালয়ালম অভিনেত্রীরা শীর্ষে, আর সেই ধারাকে আরও এগিয়ে নিয়েছেন সম্যুক্তা মেনন। অনুপমা পরমেশ্বরানের ২০২৫ সালের সাতটি সিনেমা চুক্তি দেখিয়ে যে রেকর্ড স্থাপন করেছিলেন, সম্যুক্তা তা ছাপিয়ে গেছেন নয়টি ছবির সঙ্গে, যার মধ্যে সাতটি প্যান-ইন্ডিয়া প্রকল্প।
সাম্প্রতিক বছরগুলোর অন্যতম অনন্য সাফল্যের গল্প তাঁর। বড় তারকা জুটির ওপর নির্ভর না করেও সম্যুক্তা শক্তিশালী ভক্তবৃন্দ গড়েছেন, বিশেষ করে তেলুগু সিনেমায়। “ভিমলা নায়ক” সিনেমার পর তাঁর ক্যারিয়ার তাড়াহুড়া শুরু হয় ধারাবাহিক হিট সিনেমা “সার”, “বিম্বিসারা” এবং “বিরুপক্ষ” দিয়ে, যা তাঁকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অন্যতম চাহিদাসম্পন্ন নায়িকা হিসেবে তুলে এনেছে।
বর্তমানে তিনি একই সময়ে তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড় এবং এমনকি বলিউডে কাজ করছেন। তাঁর শিডিউলে রয়েছে “স্বয়ম্ভু”, “নারি নরি নাডু মুরারি”, “হিন্দভা”, মোহনলালের “রাম”, তামিল ছবি “বেনজ”, highly anticipated “অখন্ড ২” এবং নারী কেন্দ্রীক অ্যাকশন ছবি “দ্য ব্ল্যাক গোল্ড”।
পুরো ক্যালেন্ডারই ভরা থাকার পর, সম্যুক্তা মেনন আনুষ্ঠানিকভাবে মালয়ালম নায়িকাদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছেন-প্রমাণ করে দিয়েছেন, বহুমুখিতা, কঠোর পরিশ্রম এবং নিখুঁত প্রতিভার মাধ্যমে যে কেউ প্যান-ইন্ডিয়া ফেনোমেনন হয়ে উঠতে পারেন।
পিএ/এসএন