আদিত্য ধরের বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। রণবীর সিং, অক্ষয় খান্না আর আর. মাধবনকে নিয়ে তৈরি এ বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা এটি।
শুক্রবার (৫ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেলো সিনেমাটি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রশংসায় ভাসছেন রণবীর সিং। তাকে এই প্রজন্মের ‘সেরা অভিনেতা’ হিসেবে আখ্যা দেয় দর্শকরা।
সিনেমাটি দেখার জন্য প্রতিটি থিয়েটারে দেখা গেছে উপচে পড়া ভীড়। এটিই প্রথম বলিউড ছবি যাতে এতো দর্শকদের উপস্থিতি দেখা যায়। ছবিটি শেষ হতেই দর্শকদের প্রতিক্রিয়া এক্স মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে।
একজন লেখেন, ‘ধুরন্ধর কোনো সাধারণ স্পাই মুভি নয় বরং দুর্দান্ত অ্যাকশন, স্টাইল আর থ্রিলারে ভরা একটি সিনেমা যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। ছবিটির অ্যাকশন দৃশ্য পুরোটা সময় ধরে টানটান উত্তেজনা ধরে রেখেছে।’
প্রশংসার ঝড় সবচেয়ে বেশি রণবীর সিং কে ঘিরেই। একজন ভক্ত তাকে নিয়ে লেখেন, ‘রণবীর গুপ্তচর হিসেবে যে আবেগ, তেজ আর দৃঢ়তার মিশ্রণ এনেছেন তা সত্যিই অসাধারণ।’
আরেকজন লেখেন, ‘রণবীর প্রমাণ করলেন কেন তিনি এই প্রজন্মের সেরা অভিনেতা। ছবিটি ব্লকবাস্টার হওয়ার সব উপাদান আছে।‘
ছবিটিতে অক্ষয় খান্না ও আর মাধবনও পেয়েছেন বিশেষ প্রশংসা।
এক দর্শক লেখেন, ‘অক্ষয়ে খান্না যখনই পর্দায় আসে, পুরো হল নিঃশ্বাস বন্ধ হয়ে তাকিয়ে থাকে। আর. মাধবনও ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় দিয়েছেন।’
‘ধুরন্ধর’ সিনেমার গল্প পাকিস্তানের লিয়ারি অঞ্চলের সত্য ঘটনা অবলম্বনে তৈরি যা ২০০০ সালের শুরুর দিকে ঘটে। এই ছবিতে রণবীর অভিনয় করেন এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায়। যিনি লিয়ারির গ্যাংদের ধ্বংস করতে নামেন।
এবি/টিকে