বলিউডের রাজপরিবারের স্মৃতিচারণায় যেন ভেসে উঠল এক অতীতের কোমল ছবি। সোহা আলি খান জানালেন, তাঁর মা শর্মিলা ঠাকুরের বিয়ের শুরুর দিককার এক মধুর অভ্যাসের কথা।
সেই ঘটনাটি শুনলেই বোঝা যায়, একসময় তারকারাও কত সাধারণ অনুভূতির মানুষ ছিলেন, আর ভালোবাসার ছোট্ট ছোট্ট প্রকাশ কীভাবে পরিবারের গল্পে রয়ে যায় আজীবন।
সোহা বলছিলেন, বিয়ের পরে তার মা নাকি প্রতিদিন ভোরে ঘুম ভাঙার আগেই উঠে পড়তেন। ঘুম জড়ানো চোখে আয়নার সামনে দাঁড়িয়ে গালে একটু ‘রুজ’ লাগিয়ে আবার শুয়ে যেতেন।
উদ্দেশ্য একটাই-মনসুর আলি খান নবাব জেগে উঠলে যেন নিজের সামনে ঠিক সেই শর্মিলা ঠাকুরকেই দেখেন, যাকে দেখে প্রথম প্রেমে পড়েছিলেন। তারকা পরিচয়, সৌন্দর্যের চাপ, নবাবের সংসারে নতুন বউয়ের অবস্থান-সব মিলিয়ে তখনকার সময়ের বাস্তবতা যেন এই অদ্ভুত অথচ স্নিগ্ধ অভ্যাসে ধরা পড়ে।
তবে সোহা জানালেন, এই অভ্যাস বেশিদিন টেকেনি। বিয়ের বাস্তবতায় ধীরে ধীরে জায়গা করে নেয় স্বচ্ছন্দতা, বিশ্বাস আর নিজের মতো থাকার স্বাধীনতা। তবু এই ছোট্ট গোপন অভ্যাস আজও পরিবারের হাসিমুখে ভাগ করে নেওয়া এক স্মৃতি। শর্মিলা আর মনসুরের সেই যুগল জীবন আজ ইতিহাস, কিন্তু তাদের সম্পর্কের মায়াবী সূচনাটুকু এখনও গল্প হয়ে বেঁচে আছে পরবর্তী প্রজন্মের কাছে।
কেএন/এসএন