চিরকাল বাংলার প্রতি আমার একটা আলাদাই টান: রুদ্রনীল ঘোষ
মোজো ডেস্ক 10:11AM, Dec 06, 2025
প্রথম ভালোবাসার অনুভূতি মানুষের জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। প্রখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষ এক ফেসবুক পোস্টে তার কলেজ জীবনের প্রথম প্রেমের কথা স্মৃতিমূলকভাবে শেয়ার করেছেন। তিনি জানান, তাঁর সেই প্রথম প্রেম একটি মেয়ের সঙ্গে, যিনি তখন বাংলা বিষয়ে পড়াশোনা করতেন, আর তিনি ছিলেন সাইন্স স্ট্রিমের ছাত্র।
রুদ্রনীল ঘোষের কথায়, “যদিও চিরকাল বাংলার প্রতি আমার একটা আলাদা টান ছিল, সেই প্রথম ভালোবাসা আমার কাছে বিশেষ ছিল। আমি তা ভীষণ মিস করি। প্রথম ভালোবাসা যেকোনো মানুষের জীবনে অনন্য, তাই আমিও তা মিস করি।”
এই ছোট্ট কিন্তু গভীর স্মৃতি প্রকাশ করে তিনি প্রমাণ করেছেন যে, জীবনের প্রথম প্রেমের অনুভূতি কেবল রোমান্টিক নয়, বরং মানুষের মনস্তাত্ত্বিক এবং আবেগের গভীর অংশে ছাপ ফেলে। অনুরাগীরা এই খোলাখুলি কথা শোনার পর রুদ্রনীলের প্রতি আরও উষ্ণ হয়ে উঠেছেন।
এই প্রকাশনা একটি প্রমাণ যে, অভিনেতার ব্যক্তিগত জীবনেও মধুর স্মৃতির স্থান আছে, যা তিনি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে দ্বিধা করেন না।