বলিউডের বিতর্কিত কিন্তু প্রভাবশালী পরিচালক রামগোপাল বর্মা আবারও শিরোনামে। নায়িকাদের নিয়ে মন্তব্য, ইন্ডাস্ট্রি নিয়ে তির্যক মন্তব্য সবকিছু মিলিয়ে বরাবরই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে উর্মিলা মাতন্ডকরের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। অবশেষে সেই বিতর্কেই মুখ খুললেন পরিচালক।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রামগোপাল বর্মা বলেন, “উর্মিলা একেবারেই দুর্দান্ত, বহুমুখী প্রতিভাধর অভিনেত্রী। আমার সঙ্গে তাঁর সম্পর্ক যতটুকু ছিল, তা পুরোপুরি পেশাদারিত্বের কারণেই। এত বছর পরেও এই একই প্রশ্ন কেন ঘুরে ফিরে আসে, তা আমার বোধগম্য নয়। তাঁর অভিনয় ক্ষমতার কারণেই তিনি আমার পছন্দের তালিকায় ছিলেন। আমি বহু ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি কিন্তু তাঁকে নিয়েও তো কেউ কিছু বলে না। আজকাল সবকিছুই ভাইরাল হওয়ার উপর নির্ভর করছে।”
বহু বছর ধরেই রামগোপাল বর্মার সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে নিশা কোঠারি থেকে অন্তরা মালি পর্যন্ত। তবে উর্মিলা মাতন্ডকরকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। ‘রঙ্গিলা’ খ্যাত উর্মিলার জনপ্রিয়তা এবং রামগোপালের সঙ্গে তাঁর দীর্ঘ কাজের সূত্রেই গসিপ আরও বেড়েছে।
সাম্প্রতিক কালে শ্রীদেবীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান পরিচালক। তার মধ্যেই উর্মিলার সঙ্গে তাঁর অতীত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা দানা বাঁধে। তবে রামগোপালের স্পষ্ট দাবি সবটাই গুজব, তাঁদের সম্পর্ক ছিল কেবলই কাজের সূত্রে।
আরপি/এসএন