বলিউডের গ্ল্যামার ঝলকের আড়ালে যে কঠিন বাস্তবতা লুকিয়ে থাকে, তা খোলাখুলি তুলে ধরে শোরগোল ফেলে দিয়েছেন দিব্যা খোসলা। এক রেডিট ‘আস্ক মি এনিথিং’-এ ভক্তদের করা প্রশ্নের উত্তরে দিব্যা একাধিক ভিডিও বার্তা দেন-আর সেই বার্তাগুলিতে ছিল তাঁর অকপট, বেফাঁস, বিনা ফিল্টারের স্বীকারোক্তি।
বলিউড সম্পর্কে তিনি বলেন,
“বলিউড এমন এক জায়গা, যেখানে চারপাশে কুমির। আপনাকে খুব সতর্কভাবে পথ খুঁজে এগোতে হয়।”
এই এক বাক্যেই প্রকাশ পায় শিল্পীজীবনের চাপ, অনিশ্চয়তা আর মানসিক লড়াই।
দিব্যা জানান, নিজের প্রতি সৎ থাকলেই তিনি শান্ত থাকতে পারেন-
“কাজ পাওয়ার জন্য আমি কখনও আত্মা বিক্রি করব না। হলে ভাল, না হলে তাতেও সমস্যা নেই। উপরে উঠতে হলে ভালো কর্মফল সঙ্গে থাকা জরুরি।”
সবচেয়ে প্রিয় কাজের অভিজ্ঞতা হিসেবে তিনি বেছে নেন ‘সাভি’। যুক্তরাজ্যের তীব্র -১০ ডিগ্রি ঠান্ডা সত্ত্বেও ছবির শুটিং এতটাই সুসংগঠিত ছিল যে, দিব্যার মতে এই অভিজ্ঞতা তাঁর ভবিষ্যতের সব ছবির জন্য মানদণ্ড হয়ে থাকবে।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় তিনি সরাসরি জানিয়ে দেন-ভূষণ কুমারের সঙ্গে কোনও সমস্যা নেই, এবং বিচ্ছেদের গুঞ্জন “সম্পূর্ণ ভুল”। তাঁর ভাষায়-
“না। কিন্তু মিডিয়া খুব চায় এটা হোক।”
নতুন ছবি ‘এক চতুর নার’-এ একদম ভিন্ন অবতারে দেখা যাবে দিব্যাকে-স্ট্রিট-স্মার্ট, কমেডি-থ্রিলার টোনে, যা তাঁর সাম্প্রতিক বহুমুখী চরিত্র বেছে নেওয়ার ধারাকেই আরও শক্তিশালী করছে।
পিএ/এসএন