পঁচিশ সালের শুরুতেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর’। গত বছরের অন্যতম সফল ছবি ‘সাইয়ারা’ যে রেকর্ড গড়ে গিয়েছিল, তা একদিনেই ছাড়িয়ে গেল আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন ড্রামা। আইনি লড়াই, বিতর্ক সবকিছুর মধ্যেও ৫ ডিসেম্বর মুক্তি পেয়ে প্রথম দিনেই জমজমাট ব্যবসা করল ছবি।
ট্রেড রিপোর্ট বলছে, প্রথম দিনে ‘ধুরন্ধর’-এর আয় ২৭ কোটি টাকা, যেখানে ‘সাইয়ারা’ করেছিল ২১ কোটি। রণবীরের সাম্প্রতিক চলচ্চিত্রগ্রাফ খতিয়ে দেখে প্রথমে বিশেষজ্ঞরা ২০ কোটির ওপেনিং অনুমান করেছিলেন। কিন্তু সেই হিসেব উলটপালট করে আরও সাত কোটির তকমা যোগ করল ‘ধুরন্ধর’, যা অনেকদিন পর রণবীরের ক্যারিয়ারে শক্ত ভিতের ইঙ্গিত দিচ্ছে।
একক অভিনয়ে রণবীরকে শেষবার এভাবে বক্স অফিসে সাফল্য পেতে দেখা গিয়েছিল ‘পদ্মাবত’ ও ‘সিম্বা’-র সময়ে। ‘পদ্মাবত’ পয়লা দিনে ব্যবসা করেছিল ১৯ কোটি, আর ‘সিম্বা’ ২০.৭২ কোটি। এবার ‘ধুরন্ধর’ সেই দুই ছবিকেও ছাড়িয়ে গেল।
অন্যদিকে দীপিকা পাড়ুকোন স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত। তিনি প্রতিক্রিয়ায় জানান, “৩.৩৪ ঘণ্টার সিনেমার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। রণবীর, তোমার জন্য অপরিসীম গর্বিত আমি। গোটা টিমকে শুভেচ্ছা।”
গত কয়েক বছর ধরে ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’-এর মতো ছবির ব্যর্থতায় রণবীরের কেরিয়ারে ঢেউ উঠেছিল। ‘রকি অউর রানি’ সাফল্য পেলেও বলিউডের ‘মাস গেইম’-এ পিছিয়ে পড়েছিলেন তিনি। সেই আবহে ‘ধুরন্ধর’ নিঃসন্দেহে বড় প্রত্যাবর্তনের সিগন্যাল যা আয়, আলোচনা এবং স্টার পাওয়ার সব দিক থেকেই রণবীরকে নতুন গতিতে ফেরালো।
আরপি/এসএন