আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।
রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি করবেন প্রসিকিউশন।
১৩ আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এখন সেনা হেফাজতে আছেন। তাদেরও আজ আনা হবে ট্রাইব্যুনালে।
এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক।
এদিকে ট্রাইব্যুনাল ২ এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এর আগে সাক্ষ্য দিয়েছিলেন, আহত জুলাই যোদ্ধা মো. রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকর্মকর্তা তানভীর হাসান জোহা। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
কেএন/টিকে