কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সময়ে সমাজের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো কিশোর গ্যাং সংস্কৃতি। প্রজন্ম রক্ষায় এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তাদের সঠিক পথে পরিচালিত করা সহজ হবে। তাই কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম অত্যন্ত জরুরি।

সোমবার (৮ ডিসেম্বর) নগরের চকবাজারের চট্টগ্রাম কলেজ মাঠ প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র ঘোষণা দেন, চট্টগ্রাম কলেজের ঐতিহাসিক প্যারেড মাঠকে আধুনিক ও দৃষ্টিনন্দন রূপে সাজিয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের জন্য একটি পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে। তিনি পাঁচটি জেলার অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের অভিনন্দন জানান।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী, সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনু আরা বেগম ও উপাধ্যক্ষ প্রফেসর সারাহ পারীন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. নঈমুদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজা খান হেলালী ও উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লা আল মামুন চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরাফত হোসেন এবং পটিয়ার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সিলভার বেলস স্কুল ডিসপ্লে প্রদর্শনী করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্যারেড মাঠ তার শৈশবের স্মৃতিবিজড়িত একটি স্থান। এখানে খেলাধুলা করেই তিনি বড় হয়েছেন। তাই এই মাঠকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো তার দায়িত্ব। ইনশাআল্লাহ গ্যালারি ও ওয়াকওয়েসহ একটি উন্নতমানের খেলার মাঠ হিসেবে প্যারেড মাঠকে নতুনভাবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, চসিক ইতোমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহ এলাকায় ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্ক সংলগ্ন জাম্বুরি মাঠ, হালিশহর বিডিআর মাঠসহ বিভিন্ন স্থানে মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে।

মেয়র আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা না করলে সুস্থ মন ও দেহ গঠন সম্ভব নয়। ‘সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি’ দর্শন বাস্তবায়নে নগরে খেলার মাঠ বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সামনে রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে : তারেক রহমান Dec 08, 2025
কেয়া পায়েলের বিয়ের পরিকল্পনা: “সবাইকে জানিয়ে করব” Dec 08, 2025
সিনেমায় ঝড়, রাশমিকাই বছরের নম্বর ওয়ান Dec 08, 2025
পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ জিতল ব্রাজিল Dec 08, 2025
তৃতীয় দফায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা Dec 08, 2025
img
অভিনয়ের গভীরতায় দর্শককে আবারও কাছে টানবেন সায়নী Dec 08, 2025
সীমান্তে উত্তেজনা, কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের Dec 08, 2025
দেশে পেপ্যাল চালু করতে উচ্চপর্যায়ের বৈঠক Dec 08, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় ৯ ডিসেম্বর সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ Dec 08, 2025
img
স্থগিত হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন Dec 08, 2025
img
তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা Dec 08, 2025
img
সিরিজ জিতেও জরিমানা এড়াতে পারল না ভারত Dec 08, 2025
img
বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' নিয়ে তারেক রহমানের মন্তব্য Dec 08, 2025
img
নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সের ৭২ বিলিয়ন ডলারের চুক্তি ‘সমস্যা হতে পারে’ : ট্রাম্প Dec 08, 2025
img
কারাগারে পাঠানো হয়েছে শওকত মাহমুদকে Dec 08, 2025
img
রাত ৩টা পর্যন্ত আরিয়ানের সঙ্গে পার্টি নিয়ে তৃণার মন্তব্য Dec 08, 2025
img
শরীফুল রাজের পরবর্তী সিনেমায় নায়িকা হচ্ছেন কে? Dec 08, 2025
img
জামায়াতের পুরোনো রাজনীতির ‘নতুন খেলোয়াড়’ হতে যাওয়া অশুভ সংকেত: এনসিপি Dec 08, 2025
img
খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে : খাদ্য উপদেষ্টা Dec 08, 2025
img
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি Dec 08, 2025