বছরসাতেক আগে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পপিকে জুটি করে পরিচালক আরিফুর জামান আরিফ শুরু করেছিলেন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি সিনেমার শুটিং। বেশ কিছুদিন শুটিং হওয়ার পর পপি আড়ালে চলে যাওয়ায় ছবিটির শুটিং আর এগোয়নি।
শিল্পীদের অসহযোগিতার কারণে দীর্ঘ সাত বছরে শুটিং শেষ করতে পারেননি নির্মাতা। দেশের পটপরিবর্তনের পর সিনেমাটি থেকে বাদ পড়েন বিগত সরকারের এমপি অর্থ্যাৎ নায়ক ফেরদৌস।
এবার সেই ছবিটি থেকে ফেরদৌসের পর এবার বাদ পড়লেন পপিও। এমনটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
পরিচালক আরিফ বলেন, ‘অনেক চেষ্টা করেছি বিষয়টি সমাধানের জন্য। কিন্তু কোনোভাবেই কূল-কিনারা পাওয়া যাচ্ছিল না।
বহু বছর অপেক্ষার পর আর উপায় ছিল না–অবশেষে তাদের দুজনকেই বাদ দিতে হলো।’
পাঁচ বছর নিখোঁজ থাকা নায়িকা পপির খোঁজ মিলল যেভাবে
তবে ফেরদৌস-পপির জায়গায় কোন অভিনয়শিল্পীরা যুক্ত হচ্ছেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি পরিচালক। তবে জানিয়েছেন, নতুন করে সিনেমার শুটিং শুরুর তারিখ ইতিমধ্যেই নির্ধারণ করেছেন।
তার কথায়, ‘পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
সময়মতো সব জানিয়ে দেব।’
আসছে ১৬ জানুয়ারি বাংলা সাহিত্য জগতের অন্যতম কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৮তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনেই নতুন ধাপে ছবিটির ক্যামেরা ওপেন হবে বলে জানা গেছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন দর্শন অবলম্বনে নির্মিত এই ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। নতুন পরিকল্পনা অনুযায়ী এবার আর কোনো বাধা ছাড়াই সিনেমাটি সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা।
এসএন