রণবীর কাপুরের সঙ্গে 'তামাশা' ছবিতে কাজ করেছেন অভিনেতা পীযূষ মিশ্র। তিনি সম্প্রতি রণবীর এবং ইরফান খানের সাথে শুটিংয়ের অভিজ্ঞতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছেন।
আর সেই প্রসঙ্গ ধরেই এমন মন্তব্য। পীযূষ মিশ্র রণবীর কাপুরের সঙ্গে কাজ করেছেন এবং জানান যে তিনি অভিনেতার বাবার আচরণে মুগ্ধ। এক সাক্ষাৎকারে রণবীর ও ইরফান খানকে নিয়ে কথা বলেন তিনি। পীযূষ জানান, রণবীর কাপুর এত বড় চলচ্চিত্র পরিবার থেকে এসেছেন, তবুও তিনি সেই বোঝা নিজের কাঁধে বহন করেন না।
রণবীরের প্রশংসা করে পীযূষ বলেন যে, তিনি অনেক গুরুত্ব সহকারে একটি শট দেন এবং তারপরে সেই দৃশ্য থেকে পুরোপুরি বেরিয়ে আসেন। পীযূষ মিশ্র লালানটপ শো-তে এসে বলেন, কাপুর পরিবারের সামান্যতম প্রভাব ওর মধ্যে নেই। রণবীর কাপুরকে নিয়ে তিনি বলেন, ‘ওহ, জিজ্ঞেস করো না, ওই লোকটা অন্য কিছু।’
তিনি বলেন, রণবীর খুব সিরিয়াসলি কাজ করে এবং ক্যামেরা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়।’ আর সেই প্রসঙ্গেই মন্তব্য, ‘সে তো আলাদা গ্রহের মানুষ! এত নির্লজ্জ আমি আগে দেখিনি!’
রণবীরের পাশাপাশি এই সাক্ষাৎকারে ইরফান খানের প্রশংসাও করেন পীযূষ। বলেন, ‘তিনি খুব তাড়াতাড়ি চলে গেছেন। খুব কষ্ট হয়। তিনি খুব ভালো একজন অভিনেতা ছিলেন।’
তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে, তিনি আমার ততটা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, তিগমাংশু ধুলিয়া বা বিশাল ভরদ্বাজের মতো নয়। আমরা একে অপরের কাজের প্রশংসা করতাম। যদিও আমরা কাছাকাছি যেতে পারিনি, আমি শুনেছি যে তিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন।’
পীযূষ মিশ্র একাধারে অভিনেতা, গায়ক, গীতিকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং চিত্রনাট্যকার।
এসএন