জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া শীঘ্রই দর্শকের সামনে হাজির হচ্ছেন ‘ভি. শান্তারাম’ বায়োপিকে। এই ছবিতে তিনি কিংবদন্তি নির্মাতার দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী ‘জয়শ্রী’র চরিত্রে অভিনয় করবেন। ছবিতে তার সঙ্গে রয়েছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।
অভিনেত্রী জয়শ্রী ‘ড. কোটনিস কি অমর কাহানি’, ‘শকুন্তলা’, ‘চন্দ্ররাও মোরে’, ‘দাহেজ’সহ বহু স্মরণীয় ছবির জন্য পরিচিত।
ছবিটি নিয়ে তামান্না জানান, ‘সিনেমার সবচেয়ে প্রভাবশালী যুগের এক চরিত্রকে ফুটিয়ে তোলা বিশাল দায়িত্ব। জয়শ্রী ছিলেন অসাধারণ সব সিনেমার অংশ তার সেই মাধুর্যকে পর্দায় আনা আমার জন্য গর্বের।
তিনি আরও বলেন, শান্তারাম এমন এক আভিজাত্য গড়ে গেছেন যা আজও প্রজন্মকে প্রভাবিত করে। তার জীবন-জগৎ বোঝার মধ্য দিয়ে আমি যেন কিংবদন্তির পেছনের মানুষটিকে চিনেছি।
জয়শ্রী চরিত্র নিয়ে তামান্না বলেন, ‘আর সেই ঐতিহ্যকে পর্দায় তুলে ধরতে পারা সত্যিই বিশেষ অনুভূতি। আমাকে জয়শ্রী হিসেবে ভাবার জন্য নির্মাতাদের ধন্যবাদ।’
‘ভি. শান্তারাম’ বায়োপিক একটি ঐতিহাসিক জীবনীভিত্তিক ছবি যা ভারতের অন্যতম দূরদর্শী চলচ্চিত্র গল্পকার ভি. শান্তারামের জীবন, সংগ্রাম, শিল্পযাত্রাকে তুলে ধরবে। ছবিতে দেখানো হবে কীভাবে তিনি নির্বাক যুগ থেকে শুরু করে ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী পরিচালক হয়ে ওঠেন।
নির্মাতারা বায়োপিকের নতুন পোস্টার প্রকাশ করে লেখেন, ‘জয়শ্রী এক যুগের উজ্জ্বল নক্ষত্র। ঐতিহ্যের পেছনের শক্তি। ইতিহাসে ফিরে আসা এক অধ্যায়।’
রাজকমল এন্টারটেইনমেন্ট, ক্যামেরা টেক ফিল্মস ও রোরিং রিভার্স প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবিটির প্রযোজক রাহুল কিরণ শান্তারাম, সুভাষ কালে ও সরিতা অশ্বিন বার্ডে। পরিচালনা করেছেন অভিজিৎ শিরীষ দেশপান্ডে।
এসএন