বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। তার নিজ এলাকা বরিশালের বাবুগঞ্জে মিছিলটি বের করা হয়। বাবুগঞ্জ মীরগঞ্জ সর্বস্তরের জনগণের ব্যানারে ঝাড়ু মিছিল ব্যারিষ্টার ফুয়াদের বিরুদ্ধে নানা কটুক্তির স্লোগান দেয়া হয়
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলার মীরগঞ্জ ফেরীঘাট এলাকায় এ ঝাড়ু মিছিল বের করা হয়।
মিছিলে অংশ নেওয়া স্থানীয়রা জানান, ব্যারিষ্টার ফুয়াদ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বাবুগঞ্জবাসীদের চাঁদাবাজ বলে মন্তব্য করেছেন। তার ওই মন্তব্যের প্রতিবাদ জানালে ৮ ডিসেম্বর সোমবার ফুয়াদ বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ফের বাবুগঞ্জবাসীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন।
স্থানীয় কালাম হোসেন বলেন, 'ব্যারিস্টার ফুয়াদ দাবী করেছেন বাবুগঞ্জের মানুষ নাকি বোমা তৈরি করে এবং তাদের কাছে সবসময় প্রাণঘাতী অস্ত্র থাকে।'
মীরগঞ্জ ঘাটের ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া বলেন, 'বাবুগঞ্জের সম্মান ও অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ হয়েছেন। সাধারণ মানুষকে অপমান করার দায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।