গোপালগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় মিকাইলকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাতটার দিকে সদর উপজেলার সাহা পুর ইউনিয়নে সাবানা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
মিকাইল হোসেন বলেন, সদরের সাতপাড় থেকে নির্বাচনী জনসভা শেষ করে ফিরছিলাম। পার্টিকেলবাড়ি পার হয়ে সাহাপুর পৌঁছালে দুর্বত্তরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। তারা সংখ্যায় ছিল অনেক। আমি তাৎক্ষণিকভাবে কাউকে চিনতে পারি নাই। ওখানে সিসিটিভি আছে। সিসিটিভি ফুটেজ দেখলে তাদের চিনতে পারব।”
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “আমরা খবর শুনেছি। তবে এখনো অভিযোগ পাইনি। হামলার শিকার মিকাইলের সঙ্গে কথা হয়েছে। তাকে থানায় আসতে বলেছি। এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিজে/টিকে