ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের স্বাধীনতা বা অধিক্ষেত্র সম্পর্কে মন্তব্য করার সুযোগ ইসির নেই। তবে আদালতের রায়ে ইসির ক্ষমতা খর্ব হচ্ছে কি না তা নিয়ে প্রশ্নের জায়গা রয়ে গেছে। সীমানা নিয়ে আদালতের রায়গুলো কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, তিনশো আসনেরই তফসিল দেয়া হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে। ফরিদপুরের সীমানা জটিলতা নিয়ে আদালতের রায় পেলে বাকি সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, তফসিলের পর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে পরিপত্র দেয়া হয়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে, যাতে কেউ অভিযোগ করতে না পারেন। এক্ষেত্রে রাজনৈতিক দলেরও সদিচ্ছাও লাগবে। কেউ আইন না মানলে ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনে রদবদল একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনের অনুমতি ও পরামর্শ নিয়ে রদবদল করতে হবে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি সচিব বলেন, আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত আইনি হেফাজতে থাকারা নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৪৬৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। তফসিলের পর এটিতে তারা ভোট দিতে পারবেন। আর নির্বাচনের নিরাপত্তায় যারা থাকবেন তাদেরটা আরেকটু সময় লাগবে। আউট অভ কান্ট্রি ভোটিং ও ইন কান্ট্রি পোস্টাল ভোট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আইফোনের অ্যাপল স্টোর থেকে এখনও অনুমোদন পাইনি।
কেএন/টিকে