ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এই কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য কম দামে কেনা যাবে, যা সংসার পরিচালনায় স্বস্তি ও খরচ কমাবে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুরে নিজ বাসভবনে ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের বিজয় ও দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
এর মাধ্যমে পরিবারগুলো মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবে বা পরিবার পরিচালনায় সহায়তা নিতে পারবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা চাই, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার রাষ্ট্র ক্ষমতায় আসুক। জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।
এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস/এসএন