ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও তরুণ প্রজন্মের পছন্দের অভিনেতা তৌসিফ মাহবুব। ভিন্ন ভিন্ন নাটক ও ওয়েব সিরিজে কাজ করে ইতোমধ্যেই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ মাহবুব বলেছেন, জীবন আসলে সিনেমার চেয়েও বেশি সিনেমাটিক।
তার মতে, রিয়েল লাইফে সিনেমা নিয়ে কাজ করাটা বেশ কঠিন চ্যালেঞ্জিং। অভিনেতার কথায়, ‘বাস্তব জীবন আসলে সিনেমার থেকেও বেশি সিনেমাটিক। সিনেমা নিয়ে বাস্তব মানে কঠিন তো।’
জনপ্রিয় ধারণা থেকে বাস্তব জীবনের বন্ধুত্বের পার্থক্য তুলে ধরেন এই অভিনেতা। সাধারণত নাটকে বন্ধুদের সবসময় একসাথে থাকতে দেখা গেলেও, বাস্তবে সম্পর্কের চিত্রটি ভিন্ন। বন্ধু মানেই সারাক্ষণ একই ছাদের নিচে থাকা নয়, বরং মতের মিল-অমিল নিয়েই বন্ধুত্ব গঠিত হয়।
নাটকের বন্ধু আর বাস্তব বন্ধু এক নয় উল্লেখ করে তৌসিফ বলেন, ‘আমরা মজা করে বলছি, রিয়েল লাইফ-এ যে বন্ধু বন্ধু বিষয়, বন্ধু বন্ধুর মধ্যে প্রত্যেকের ঝগড়া হয়। বন্ধু মানে আমরা সারাক্ষণ নাটকে দেখি যে একসাথে সব সময় থাকে এটা না। বন্ধুর মধ্যে মতের মিলও হয়, অমিলও হয়। সো এই জিনিসগুলোও তুলে ধরা, এটাকে সিনেমাটিক বলা হয়।’
সম্প্রতি একটি কাজের প্রসঙ্গে তিনি বলেন, কক্সবাজারে খুব সুন্দর কিছু ফ্রেম ধারণ করা হয়েছিল, যা ছিল চোখে পড়ার মতো। অভিনেতার ভাষ্যে, ‘সিনেমেটিক আবার এই অর্থে যে, কক্সবাজারের খুব সুন্দর সুন্দর ফ্রেম ছিল, যেটা দেখতে আসলে মনে হয়ে আমিও চলে আসি।’
আরপি/এসএন