আঠারো শতকের বিখ্যাত আইরিশ লেখক, নাট্যকার ও কবি অলিভার গোল্ডস্মিথ, যিনি তাঁর সহজ-সরল ভাষার মাধ্যমে গভীর জীবন দর্শন তুলে ধরেছেন, মানবজাতির অহংকার এবং দুর্বলতা নিয়ে এক অত্যন্ত মানবিক বার্তা দিয়েছিলেন। তাঁর এই উক্তিটি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধকে স্মরণ করিয়ে দেয়।
অলিভার গোল্ডস্মিথ বলেন, "অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।"
এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, কোনো মানুষকে তার বর্তমান দুর্বলতা বা অসহায়ত্বের জন্য ছোট করা বা অবজ্ঞা করা উচিত নয়। কারণ জীবনে সময় সবসময় একরকম থাকে না। পরিস্থিতি পাল্টাতে পারে এবং ধনী, ক্ষমতাশালী বা স্বয়ংসম্পূর্ণ— যে কেউই জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে অসহায়ত্বের শিকার হতে পারে।
তাঁর এই বার্তাটি আসলে সমাজের কাছে এক অনুরোধ—যাতে আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই এবং এই সত্যটি মনে রাখি যে, মানবিক দুর্বলতা এবং অসহায়ত্ব জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ, যা যে কারোর জীবনে আসতে পারে।
ইএ/টিএ