ইংল্যান্ডের বিখ্যাত নাট্যকার এবং দার্শনিক জীবনীকার জর্জ লিলো, যিনি ১৭শ ও ১৮শ শতকের প্রথমার্ধে তাঁর সময়ের অন্যতম জনপ্রিয় লেখক ছিলেন, মানুষের মানসিকতা এবং অনুভূতির সংঘাত নিয়ে এক গভীর পর্যবেক্ষণ তুলে ধরেছিলেন। তিনি শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের প্রভাবকে অনেক বেশি দীর্ঘস্থায়ী বলে মনে করতেন।
জর্জ লিলো বলেন, "একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।"
এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, শারীরিক আঘাত (যেমন কোনো ক্ষত বা ব্যথা) সময়ের সাথে সাথে সেরে যায় এবং মানুষ তার যন্ত্রণা সহজেই ভুলে যেতে পারে। কিন্তু মানসিক আঘাত, বিশেষ করে অপমানের মাধ্যমে পাওয়া আঘাত বা অসম্মান, মানুষের মনে গভীর দাগ ফেলে যায়। সেই আঘাতের স্মৃতি দীর্ঘকাল ধরে থেকে যায় এবং মানুষকে কষ্ট দেয়। তাঁর এই দার্শনিক উক্তি প্রমাণ করে যে, মানুষের মানসিক সম্মান বা আত্মমর্যাদার মূল্য শারীরিক সুস্থতার চেয়ে কোনো অংশে কম নয়।
ইএ/টিএ