বিংশ শতাব্দীর খ্যাতিমান চিত্রশিল্পী জয়নুল আবেদিনের জন্মদিন আজ। বাংলাদেশের চিত্রশিল্প শিক্ষার উন্নয়নে অবদানের জন্য তিনি ‘শিল্পাচার্য’ উপাধিতে ভূষিত হন। তাঁর বিখ্যাত কাজের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, মই দেয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী এবং ৬৫ ফুট দীর্ঘ নবান্ন।
জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জের কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ছবি আঁকায় আগ্রহী ছিলেন; মাত্র ষোল বছর বয়সে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য বাড়ি ছেড়ে চলে যান। ১৯৩৮ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৪৮ সালে তিনি ঢাকায় গভর্নমেন্ট আর্ট ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় নামে পরিচিত হয়। তিনি ১৯৪৮–১৯৬৬ পর্যন্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
জয়নুল আবেদিনের চিত্রকর্মের সংখ্যা তিন হাজারের বেশি; বাংলাদেশ জাতীয় জাদুঘরে ৮০৭টি চিত্রকর্ম সংরক্ষিত। তিনি ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন এবং ঢাকায় চারুকলা ইনস্টিটিউটে সমাহিত হন।
এসএস/টিকে