নিজের রাগের কথা অকপটে স্বীকার করলেন বলিউড অভিনেতা সানি দেওল। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানালেন, তাঁর রাগ অত্যন্ত ভয়ংকর বলেই তিনি সচেতনভাবে নিজেকে এমন পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করেন, যেখানে আত্মনিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে।
সানি দেওলের কথায় উঠে এসেছে তাঁর কলেজজীবনের স্মৃতি। সে সময় রাগের বশে তিনি একাধিক ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বলে জানান অভিনেতা। বয়স কম, আবেগ প্রবল- এই বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে সানি বলেন, তখন পরিস্থিতি সামাল দেওয়ার মতো মানসিক পরিণতিও ছিল না। সেই অভিজ্ঞতাগুলোই নাকি তাঁকে ধীরে ধীরে নিজের রাগ চিনতে এবং নিয়ন্ত্রণ করতে শিখিয়েছে।
দীর্ঘ অভিনয়জীবনে পর্দায় বহুবার রাগী ও প্রতিবাদী চরিত্রে দেখা গেছে সানি দেওলকে। বাস্তব জীবনের এই স্বীকারোক্তি যেন সেই পর্দার রাগী নায়কের সঙ্গে এক অদ্ভুত মিল তৈরি করল। তবে তিনি স্পষ্ট করে দেন, বাস্তব জীবনে শান্ত থাকা এবং অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলাই তাঁর কাছে সবচেয়ে বড় শিক্ষা।
নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সানি দেওল যেন তরুণদের উদ্দেশেও একটি বার্তা দিলেন- রাগকে ভয় নয়, বরং তাকে চিনে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি।