বার্সেলোনার টানা তিনবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মিডফিল্ডার আইতানা বনমাতির পা ভাঙার কারণে নেশনস লিগে খেলতে পারেননি। তিনি আর এ বছর মাঠে ফিরতে পারবেন না।
আগামী বছর এপ্রিল মাসে মাঠে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। বছরের শেষ মাসে এসে পা ভাঙার করণে পাঁচ মাসের জন্য ছিঁটকে গেছেন বনমাতি।
বনমাতি বলেছেন, তার পা ভাঙার কারণে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার বিশ্রাম করার সুযোগ পাচ্ছেন বনমাতি। পাঁচ বছরের মধ্যে টানা তৃতীয়বার ইএসপিএন ক্রিকইনফোর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তবে বার্সেলোনা এবং স্পেনের সাথে দারুণ এক বছর কাটিয়েছেন বনমাতি।
ইএসপিএনকে ২৭ বর্ষী বনমাতি বলেছেন, ‘আমি প্রথমবার এমন কঠিন চোটের মুখোমুখি হলাম। আমার এমন চোট হয়েছে যে, এক মাস, দেড় মাস এমন হয়েছে। তবে কখনও অস্ত্রোপচারের মাধ্যমে চার-পাঁচ মাস বাইরে চলে যাওয়া প্রথম।’
‘প্রথমবার আমি এমন অবস্থার মুখোমুখি হলাম। কিন্তু বিষয়টিকে আমি ইতিবাচক হিসেবে নিয়েছি। এই মুহুর্তকে আমি বিশ্রামের জন্য, নিজেকে নিয়ে ভাবার এবং শান্ত থাকার জন্য কাজ করছি। গত পাঁচ বছর দুর্দান্ত ছিল, কিন্তু কঠিনও ছিল।’
‘এখন পিছনে ফিরে তাকালে দেখা যায় শীর্ষ পর্যায়ে খুব একটা বিশ্রাম ছাড়াই এত বছর ধরে খেলেছি। অনেক জয় এবং দুর্দান্ত মুহূর্ত ছাড়া, ক্ষয়ক্ষতিও বয়ে আনতে পারে। আমি মনে করি এই আঘাত আমাকে শান্ত হতে সাহায্য করতে পারে যা সাম্প্রতিক বছরগুলোতে আমি করিনি। এটি আমার জন্য আরেকটি লক্ষ্য, ট্রফি জেতা বা এরকম কিছুর চেয়ে আলাদা লক্ষ্য।’
এসকে/এসএন