এবার সিলেট পর্ব দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে। আগামীকাল (শুক্রবার) ফ্র্যাঞ্চাইজি লিগটির উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে। প্রথম ম্যাচেই স্বাগতিক দলের বিপক্ষে খেলা থাকায় রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র মনে রোমাঞ্চ কাজ করছে।
আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় প্লেয়ার হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলব। এটা আসলেই আনন্দের। তাই এই চ্যালেঞ্জটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত।’
অবশ্য কোনো দলকে এগিয়ে রাখতে চান না শান্ত, ‘দুই টিমই খুবই ভালো দল। আমি এখানে আলাদাভাবে কোনো দলকে (এগিয়ে) দেখতে চাচ্ছি না। আগামীকাল যে দলটা ভালো খেলবে সেই জিতবে। তবে এখানে দুইটা দলই খুবই ভালো।’ বিপিএলের উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে সিলেট-রাজশাহী।
এবারের বিপিএলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে সুযোগ করে নিতে চান শান্ত, ‘লক্ষ্য তো এটাই থাকবে কীভাবে আমি নিয়মিত দলের ওপর প্রভাবটা রাখতে পারতেছি এবং অবদানটা খুবই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ব্যাটিংয়ে না, ওভারঅল সব দিক দিয়ে যেন আমি রাজশাহীর হয়ে অবদান রাখতে পারি। পাশাপাশি আসন্ন বিশ্বকাপের জন্যও এটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে ভালো করতে পারলে অবশ্যই ভালো সুযোগ থাকবে। তবে এটা নির্বাচকরা বুঝবেন, ম্যানেজমেন্ট আছেন। আমার কাজ হলো আমি চেষ্টা করব কীভাবে রেগুলার পারফর্ম করতে পারি।’
বিপিএলের প্রায় প্রতি আসরেই অন্যতম আলোচিত ইস্যু ‘পারিশ্রমিক’। এই প্রসঙ্গে রাজশাহীর অধিনায়ক বলেন, ‘খুবই ইতিবাচক (ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট পেয়ে যাওয়া)। এরকমই হওয়া উচিত। আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি প্রতি বছর একই রকম থাকে খুবই ভালো। দেখে খুবই ভালো লাগছে যে প্লেয়াররা পেমেন্টগুলো ঠিকঠাক মতো পেয়েছে এখন পর্যন্ত।’
‘যদি রাজশাহীর কথা বিশেষভাবে বলি– খুব আগেই টাকাগুলো দিয়ে দিয়েছে এবং আমাদের মালিক বা ম্যানেজমেন্টে যারা আছেন বিষয়টি নিয়ে খুবই পরিষ্কার যে প্লেয়াররা যেন পেমেন্ট ইস্যু নিয়ে কোনো চিন্তা না করে। তাই এটা একটা ইতিবাচক দিক। আমি আশা করব যে প্রত্যেকটা টিমই এভাবে প্লেয়ারদের পেমেন্টগুলো ঠিকঠাক দিয়ে দেবেন’, আরও যোগ করেন শান্ত।
এসকে/এসএন