এবারের বিপিএলে সিলেট টাইটানসের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তবে কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা এখনো ঠিক করেননি সিলেটের অধিনায়ক। দলের প্রয়োজনে যেখানে খেলা উচিত সেখানেই খেলবেন তিনি, বলছেন মিরাজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধনী ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মিরাজ। সেবার আসরের শুরুতে মিডল অর্ডারে ব্যাটিং করলেও পরবর্তীতে টপ অর্ডারে ব্যাটিং করেন মিরাজ।
এবার নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিরাজ বলেছেন, ‘দলের প্রয়োজনে যেখানে আমার খেলা উচিত সেখানেই খেলার চেষ্টা করব। গত বছর টপঅর্ডারে কিন্তু আমি প্রথম থেকে খেলিনি, আমি দেখেছি প্রথম দিকে দলের কম্বিনেশন মিলানোর চেষ্টা করেছি তখন দেখি উপরে একটু ঘাটতি আছে তখন আমি উপরে ব্যাটিং করেছি।’
‘তাই এবারও ওরকম দেখা যেতে পারে, যে জায়গাটাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। আমি নিজে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তাই ওই ভাবেই আমি চেষ্টা করব নিজেকে।’
এবারের আসরে মিরাজের দল কেমন করবে? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘দেখেন চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের ব্যাপার। এখনো ১০ টা ম্যাচ খেলতে হবে। তারপর টপ র্যাঙ্কিংয়ে থাকতে হবে। এরপর সেমিফাইনাল ফাইনাল মানে অনেক দূরের বিষয়।’
‘প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’
এবি/টিকে