সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের নির্ধারিত ভ্রমণ পাস ব্যবস্থা উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমে পর্যটক পরিবহনের অভিযোগে এলসিটি কাজল নামের একটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফ জেটিতে এলসিটি কাজল জাহাজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।
জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন পর্যটক সংখ্যা দুই হাজারের মধ্যে সীমিত রাখতে বিশেষ ভ্রমণ পাস চালু করেছে সরকার। এ ব্যবস্থা ভেঙে অনেকদিন ধরে অসাধু চক্র টিকিট কালোবাজারি করে আসছিল।
টাঙ্গাইল থেকে আসা ২৫ জন পর্যটক বৈধ ভ্রমণ পাস ছাড়াই ‘হিলশা ট্যুরিজম’ গ্রুপের গাইড রিফাতুল হাসানের মাধ্যমে ভোরে কক্সবাজারে পৌঁছান। পরে অনিক নামের এক কালোবাজারির সহায়তায় এবং জাহাজ কর্মকর্তা রফিকের যোগসাজশে টিকিট ছাড়াই তাদের ভোর সাড়ে ৪টায় জাহাজে উঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জাল টিকিট সরবরাহ করা হয়। টিকিট যাচাইয়ে সন্দেহ হলে ওই ২৫ জনকে শনাক্ত করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৭ জনকে আটক করা হয়।
অভিযান শেষে এলসিটি কাজলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত রফিক ও শুভকে না পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় ভ্রমণ পাস জালিয়াতির বিরুদ্ধে অভিযান চলবে।
এসএস/টিএ