সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন নাজমুল হোসেন শান্ত। গত ১৯ মের পর কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি এক সময়ের তিন সংস্করণের অধিনায়ক।
এ সময় একাধিক সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে সামনে বড় উপলক্ষ।
ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির টুর্নামেন্টটিতে খেলতে তাই বিপিএলকে পাখির চোখ করছেন শান্ত। ফ্র্যাঞ্চাইজি লিগে পারফরম্যান্স করেই আবার জাতীয় দলে ফিরতে চান তিনি।
আগামীকাল বিপিএল শুরুর আগে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে এমনটাই জানিয়েছেন শান্ত।
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে আমার কাছে রাজশাহী দলটা বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য এটাই থাকবে যে, কীভাবে দলকে সেরাটা দিয়ে সাহায্য করতে পারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ভালো পারফর্ম করলে নির্বাচকদের নজরে আসার একটা সুযোগ
থাকে।’
কন্ডিশন বুঝে বিপিএলে ব্যাটিং করবেন বলে জানিয়েছেন শান্ত। ২৭ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘রান করাটাই আসল লক্ষ্য। কন্ডিশন এবং পরিস্থিতির ওপর নির্ভর করে আমি আমার অ্যাপ্রোচ ঠিক করি। কখনও স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে হয়, কখনও ইনিংস গড়তে হয়। অনুশীলন সেভাবেই করেছি, যাতে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারি।’
সিলেটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি নিয়ে টেস্টের অধিনায়ক শান্ত বলেছেন, ‘দর্শকদের সমর্থনের বিপরীতে খেলাটা চাপের চেয়ে বরং আনন্দের ও উত্তেজনার। আমাদের খেলোয়াড়রা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দুই দলই খুব ব্যাল্যান্সড। কালকে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’
আইকে/টিএ