ইভিএম কেন্দ্রে সেনাবাহিনী থাকবে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে বা সেখানে সেনাবাহিনী থাকবে। তবে ইসিতে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (১০ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এর আগে ৮ নভেম্বর তফসিল ঘোষণার দিন সিইসি তার ভাষণে বলেছিলেন, শহরকেন্দ্রিক ভোট কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর (রোববার) সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর (শুক্রবার)।

Share this news on: