চট্টগ্রামের হাটহাজারী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সৌমেন ঘোষ (৩৩) নামের এক মহানগর নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ একাধিক মামলা আছে বলেও জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৌমেন ঘোষ উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ দিজেন্দ্র লাল ঘোষ বাড়ির আশিষ ঘোষের ছেলে।
গ্রেপ্তার সৌমেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য।
জানতে চাইলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, তার নামে মোট কয়টি মামলা আছে তা তদন্তাধীন আছে। শুক্রবার সকালের দিকে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে/টিকে