ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।একই কারণে তীরে ভীড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ৫টি ফেরি।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সালাম হোসাইন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় ঘনকুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে এর তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে, শতাধিক যানবাহন ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা পযর্ন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা ওই দুইটি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকে।
এমআর/টিকে