বিপিএলের প্রথম ম্যাচেই দেখা গেল জমজমাট লড়াই। ১৯০ রান করেও ৮ উইকেটে হারতে হয়েছে সিলেট টাইটান্সকে। নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায় চাপিয়েছেন শিশিরের কাঁধে।
মিরাজ মনে করেন, টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে একটু সংগ্রাম করতে হয়েছে সিলেটকে। আবার শিশিরের কারণে পরে বোলাররা সুবিধা পাননি, শান্ত-মুশফিকরা তাই দাপট দেখিয়েছেন ব্যাট হাতে।
যদিও সিলেট অধিনায়ক মানছেন, এত রান করেও হেরে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন, '১৯০ রান করে হার মেনে নেওয়া কঠিন। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। উইকেটে শিশির ছিল, বল করতে কষ্ট হচ্ছিল।'
তবে আফিফ হোসেন ধ্রুবর সাথে পারভেজ হোসেন ইমনের ব্যাটিং প্রাণ জুড়িয়েছে ক্যাপ্টেনের। স্বাগতিক দর্শকদের জয় উপহার দিতে না পারায় অবশ্য আফসোস রয়েছে।
'আফিফ ও ইমনের জুটি দারুণ লেগেছে। প্রথম ১০ ওভারে ব্যাট করা কঠিন ছিল একটু। এরপর তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে। দর্শকরা আমাদের সাথে ছিলেন। যদিও হেরে গেলাম প্রথম ম্যাচে। সামনে অনেক ম্যাচ আছে। ঘুরে দাঁড়ানোর আশা করছি।'
ইমনকে নিয়ে তিনি আরও বলেন, 'গত কয়েক সিরিজ ধরে ইমন ৪ নম্বরে ব্যাট করছে। সামনে বিশ্বকাপ আছে। আশা করি ৪ নম্বরেই সে মানাবে, এ কারণেই আমরা ওকে ৪ নম্বরে সুযোগ দিয়েছি।'
আইকে/টিকে