বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দারুণ শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক শেখ মেহেদী হাস্যরসের ছলে নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেন।
বিসিবির দলকে ‘কমিটির টিম’ বলা নিয়ে প্রশ্ন উঠলে অট্টহাসিতে ফেটে পড়েন তিনি।
মাহেদীর ভাষ্য, 'কমিটির টিম তো পাড়ার ক্রিকেটে দেখা যায়। এত ভালো লেভেলে এসে কমিটির টিম বলা এটা একটু হাস্যকরই।'
চট্টগ্রাম দলের দায়িত্ব সরাসরি বিসিবি নেওয়ায় খেলোয়াড়রা এখন অনেকটাই চিন্তামুক্ত বলে জানান এই অলরাউন্ডার। তিনি বলেন, 'আগে কিছু সমস্যা ছিল। নতুন অফিসিয়াল আসার পর সব সমাধান হয়েছে।
এখন সবাই ফ্রি মাইন্ডে খেলতে পারছে। তার মতে, মাঠে চিন্তামুক্ত খেলার প্রতিফলন দেখা যাচ্ছে।
অধিনায়কত্ব প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতার কথা জানান শেখ মাহেদী। স্বীকার করেন, এত বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার আগে ছিল না। তিনি বলেন, 'এত ভালো লেভেলে আমি আগে কখনো ক্যাপ্টেন্সি করিনি। একদম নতুন অভিজ্ঞতা। তবে দলের সবাই সহযোগিতা করছে, সেটাই সবচেয়ে বড় শক্তি।'
চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে সমালোচনা কিংবা খুনসুটি প্রসঙ্গে মাহেদী বলেন, 'কমিটির টিম হলেও তো লাভ নাই। খেলা তো সরাসরি দেখায়।
মাঠে পারফরম্যান্সই শেষ কথা। দল হিসেবে চট্টগ্রাম রয়্যালস এখন বেশ ভারসাম্যপূর্ণ, যেখানে অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন রয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে প্রথম ম্যাচের জয়কে আত্মবিশ্বাসের বড় উৎস হিসেবে দেখছেন মাহেদী।
তিনি বলেন, 'জয় মানেই বাড়তি অনুপ্রেরণা। আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখতে।
ইউটি/টিএ