কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ইউনিয়নে বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) একটি ব্যতিক্রমী প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বরপক্ষ বিয়ের আনন্দঘন আয়োজনে ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন।
সাংবাদিক জাকির হোসেনের সঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকার নুসরাত জাহান নীলার বিয়ের সময় বরযাত্রীরা প্রচলিত বিয়ের গেটের চিৎকার-চেঁচামেচি বা গেট ফি না নিয়ে বরং হাতে তুলেছিলেন ‘হাদি হত্যার বিচার চাই’ ও ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড।
বরযাত্রী কল্লোল রায় বলেন, হাদি দেশের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। তার হত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশের জন্য নতুন হাদি সৃষ্টি হবে না। এই উপলব্ধি থেকেই বন্ধুর বিয়েতে আমরা এই প্রতিবাদ জানিয়েছি।
কৃষক নেতা জুয়েল বলেন, বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। সেই আনন্দঘন সময় থেকে অন্যায় ও অনিশ্চিত মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করা একটি ব্যতিক্রমী উদ্যোগ। এটি নবদম্পতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার প্রতীক।
বর জাকির হোসেন বলেন, ২০১৪ সালের ২৪ জুলাই বাংলাদেশে নতুন এক চেতনা জন্মায়। এই অভ্যুত্থানের অগ্রণী শরীফ ওসমান হাদি ছিলেন দেশের কণ্ঠস্বর। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এখনও তার হত্যার বিচার হয়নি। আমার জীবনের গুরুত্বপূর্ণ এই দিনে আমি ন্যায়বিচারের দাবি জানাতে চেয়েছি।
বিয়ের আনন্দঘন আয়োজনে এমন প্রতিবাদ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি দেশের ন্যায়বিচার চেতনার একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
কেএন/টিএ