দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস।
আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
এর আগে সর্বশেষ গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা।
সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ৯০বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮বার দাম কমানো হয়েছে। অপর দিকে গত বছর দেশের বাজারে মোট ৬২বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৩৫বার দাম বাড়ানো হয় এবং ২০২৪ সালে মোট ২৭বার স্বর্ণের দাম কমানো হয়েছিল।
এমআর/টিকে